এতদিনের অপেক্ষার অবসান। শেষমেশ এসে গেল সেই কাঙ্ক্ষিত দিনটির ঘোষণা— ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাঝে এখন এক অন্যরকম উত্তেজনা আবার টেনশন কাজ করছে। গত একমাস ধরে অনেকেই দিন গুনছিলেন কখন ফলাফল আসবে, কবে তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। এই সময়টা অনেক কঠিন, বিশেষ করে তোমরা যারা প্রথম বড় ধরনের পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছো। সকাল-বিকাল মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা, বাবার নীরব প্রার্থনা, আর নিজের মনে অজস্র চিন্তার খেলা—এসবই একেকটা শিক্ষার্থীর গল্প।
এবার যেহেতু রেজাল্ট প্রকাশ হচ্ছে জুলাই মাসের প্রথমার্ধে, তাই এখন থেকেই অনেকের মনে প্রশ্ন জাগছে—কীভাবে রেজাল্ট দেখবো?, কোন ওয়েবসাইটে পাবো? চিন্তার কোনো কারণ নেই, এই আর্টিকেলে আমি সবকিছু দিয়ে দিচ্ছি, কীভাবে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবে, বিভিন্ন বোর্ড এর রেজাল্ট আলাদা ভাবে কীভাবে দেখবে, সবকিছু। চলো শুরু করা যাক:
SSC Result 2025 Publish Date
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জুলাই, ২০২৫ এর প্র্রথমার্ধে প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে। এদিন সকাল ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। এরপরই সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় আনুমানিক ১৯,২৮,১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারা দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেয়।
Read Also:
How to Check SSC Result?
এসএসসি রেজাল্ট দেখার বেশ কিছু সহজ উপায় রয়েছে। তুমি তোমার সুবিধামতো যেকোনো পদ্ধতি বেছে নিতে পারো। নিচে পদ্ধতিগুলোর সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো:
SSC Web Based Result

রেজাল্ট দেখার সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ওয়েব বেইজড রেজাল্ট সেবা, যা পাওয়া যায় eboardresults.com ওয়েবসাইটে।
এই সাইটে দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তাদের বিস্তারিত রেজাল্ট দেখতে পারবে। শুধু ব্যক্তিগত ফলাফল নয়, এখান থেকে প্রতিষ্ঠানভিত্তিক, জেলা ভিত্তিক এবং সেন্টার ভিত্তিক ফলাফলও জানা যাবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর ছাড়াও রেজাল্ট জানা সম্ভব, তবে বিস্তারিত ফলাফল জানতে হলে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া বাধ্যতামূলক।
ওয়েব বেইজড এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার ধাপসমূহ:
- প্রথমে ভিজিট করুন: https://eboardresults.com
- “Examination” অপশন থেকে “SSC/Dakhil/Equivalent” নির্বাচন করুন।
- “Year” অপশনে ২০২৫ নির্বাচন করুন।
- আপনার Education Board এর নাম নির্বাচন করুন।
- “Result Type” সিলেক্ট করুন (যেমন: Individual Result বা Institution Result)।
- Roll Number এবং Registration Number সঠিকভাবে দিন।
- এরপর “Get Result” বাটনে ক্লিক করুন।
মনে রাখবে, শুধু Roll Number দিলেই মূল ফলাফল দেখা যাবে, তবে বিষয়ভিত্তিক বিস্তারিত জানতে অবশ্যই Registration Number দিতে হবে। আর যদি আপনি তোমার প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল জানতে চাও, তবে Result Type থেকে “Institution Result” সিলেক্ট করুন।
এই প্রক্রিয়া খুব সহজ এবং কয়েক মিনিটের মধ্যেই আপনি ফলাফল জানতে পারবেন।
SSC Result by SMS

অনেক সময় ইন্টারনেট সংযোগ না থাকায় অনেক শিক্ষার্থীর রেজাল্ট জানায় সমস্যা হয়। সেই চিন্তা থেকে মুক্তি দিতে, এসএমএস-এর মাধ্যমে এসএসসি ও সমমানের রেজাল্ট জানার ব্যবস্থা রাখা হয়েছে।
ফলাফল প্রকাশের পর এসএমএস পাঠালে তাৎক্ষণিকভাবে রেজাল্ট জানানো হয়। তবে কেউ যদি ফলাফল প্রকাশের আগে এসএমএস পাঠায়, সেটি প্রি-রেজিস্ট্রেশন হিসেবে গৃহীত হয় এবং ফল প্রকাশের পরপরই তাদের ফোনে ফলাফল চলে আসে।
এসএমএস-এর মাধ্যমে SSC Result 2025 জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে যান।
- টাইপ করুন: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর
- এরপর পাঠিয়ে দিন এই নম্বরে: 16222
উদাহরণ:
SSC DHA 123456 2025 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এই পদ্ধতিটি বিশেষভাবে সহায়ক যারা দূরবর্তী এলাকায় থাকে বা যেখানে ইন্টারনেট প্রবেশ এখনও সীমিত। শুধুমাত্র একটি এসএমএসেই জানা যাবে কাঙ্ক্ষিত ফলাফল।
রেজাল্ট যেমনই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের সেরাটা দিয়েছো। তোমার এই চেষ্টা কখনোই বৃথা যাবে না—একটি রেজাল্ট হয়তো একটি সূচনা মাত্র।
SSC Result with Marksheet

২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল রেজাল্ট মার্কশিটসহ যেভাবে জানা যাবে:
দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এখন ঘরে বসেই খুব সহজে মার্কশিটসহ এসএসসি রেজাল্ট জানতে পারবেন। এ জন্য ব্যবহার করতে হবে সরকারি ওয়েবসাইট eduboardresults.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি নিজের বিষয়ভিত্তিক নাম্বারসহ বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
SSC Result 2025 মার্কশিটসহ জানার ধাপসমূহ:
- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে যান এবং ভিজিট করুন: www.eduboardresults.gov.bd
- “Examination” অপশন থেকে নির্বাচন করুন – SSC/Dakhil/Equivalent
- পরীক্ষার বছর হিসেবে সিলেক্ট করুন – 2025
- আপনার শিক্ষা বোর্ডের নাম সঠিকভাবে নির্বাচন করুন
- তারপর দিন আপনার Roll Number এবং Registration Number
- সব কিছু ঠিকভাবে পূরণ করার পর, ক্লিক করুন – “Get Result”
- ফলাফল স্ক্রিনে চলে এলে আপনি চাইলে “Print” বাটনে ক্লিক করে সেটি প্রিন্ট বা PDF হিসেবে সংরক্ষণ করতে পারবেন
Education Board Result
Education Board Result ওয়েবসাইট থেকে ২০২৫ সালের এসএসসি রেজাল্ট জানার নিয়ম:
www.educationboardresults.gov.bd হল আন্তঃশিক্ষা বোর্ডের অফিসিয়াল রেজাল্ট প্ল্যাটফর্ম। দেশের সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে তাদের SSC, Dakhil ও SSC Vocational পরীক্ষার রেজাল্ট খুব সহজেই জানতে পারবেন।
যারা সহজভাবে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে চাও, তাদের জন্য এটি অন্যতম সেরা মাধ্যম। নিচে ধাপে ধাপে SSC Result 2025 জানার নিয়ম দেওয়া হলো—
www.educationboardresults.gov.bd থেকে SSC রেজাল্ট জানার ধাপ:
- প্রথমে ভিজিট করো www.educationboardresults.gov.bd
- “Examination” সেকশন থেকে নির্বাচন করো – SSC/Dakhil/Equivalent
- “Year” অপশন থেকে ২০২৫ নির্বাচন করো
- আপনার শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করো
- এরপর সঠিকভাবে Roll Number ও Registration Number দাও
- বাম পাশে যে গণিতের যোগফল দেওয়া আছে, সেটির সঠিক উত্তর দিয়ে ডান পাশের বক্সে লেখো
- সব ঠিকভাবে পূরণ করার পর, ক্লিক করো “Submit” বাটনে
সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড—সব শিক্ষার্থীর ফলাফল এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
Dhaka Board Result
ঢাকা বোর্ডে রেজাল্ট দেখার পদ্ধতি নিচে দেওয়া হলো:
ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুব সহজেই তাদের এসএসসি রেজাল্ট জানতে পারবেন www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে। পাশাপাশি, যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য রয়েছে এসএমএসের সুবিধাও।
নিচে দুই পদ্ধতির বিস্তারিত ধাপ দেওয়া হলো—
ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:
- প্রথমে ব্রাউজারে গিয়ে ভিজিট করুন www.dhakaeducationboard.gov.bd
- “Examination” অপশন থেকে নির্বাচন করুন – SSC/Dakhil/Equivalent
- পরীক্ষার বছর হিসেবে সিলেক্ট করুন – 2025
- “Board” অপশন থেকে নির্বাচন করুন – Dhaka
- তারপর আপনার Roll Number এবং Registration Number যথাযথভাবে লিখুন
- সব ঠিকঠাক পূরণ করার পর, ক্লিক করুন – “Get Result”
এই পদ্ধতিতে আপনি সহজেই আপনার রেজাল্টসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নিয়ম:
যাদের ইন্টারনেট সংযোগ নেই বা সহজে ব্রাউজ করতে পারছেন না, তারা নিচের নিয়ম অনুসরণ করে SMS-এর মাধ্যমে ফলাফল পেতে পারেন—
- মোবাইলের মেসেজ অপশনটি খুলুন
- টাইপ করুন: SSC <স্পেস> DHA <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
- এরপর এটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
উদাহরণ:
SSC DHA 123456 2025 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
Chittagong Board Result
চট্টগ্রাম বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ যেভাবে জানবেন (অনলাইন ও এসএমএস পদ্ধতিতে)
চট্টগ্রাম বোর্ডের অধীন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা খুব সহজেই রেজাল্ট ও মার্কশিট দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে, আবার প্রয়োজন হলে এসএমএস-এও ফলাফল জানা যাবে। নিচে দুইটি পদ্ধতি পরিষ্কারভাবে তুলে ধরা হলো—
অনলাইনে ফলাফল দেখার ধাপ (চট্টগ্রাম বোর্ড):
- প্রথমে প্রবেশ করুন www.bise-ctg.gov.bd
- সেখানে ক্লিক করুন – “SSC Result 2025 Individual” লিংকে
- আপনার Roll Number সঠিকভাবে টাইপ করুন
- এরপর ক্লিক করুন “Submit” বাটনে
- স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট ও বিষয়ভিত্তিক মার্কশিট
এই ওয়েবসাইটটি বিশেষভাবে চট্টগ্রাম বোর্ডের জন্য, তাই এখানে বোর্ডের নির্দিষ্ট তথ্য দ্রুত পাওয়া যায়।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নিয়ম:
যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য এসএমএস পদ্ধতি সহজ ও কার্যকর। নিচের নিয়মটি অনুসরণ করুন-
- মোবাইলের মেসেজ অপশন খুলুন
- লিখুন: SSC <স্পেস> CHI <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
- তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ:
SSC CHI 888888 2025 লিখে পাঠান 16222 নম্বরে
Comilla Board Result
কুমিল্লা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার পদ্ধতি (ওয়েবসাইট ও এসএমএসে)
অনলাইনে কুমিল্লা বোর্ডের ফলাফল দেখার ধাপ:
- প্রথমে ভিজিট করুন www.comillaboard.gov.bd
- হোমপেজে গিয়ে ক্লিক করুন – “SSC 2025 Result” লিংকে
- এরপর আপনার Roll Number লিখে Submit বাটনে ক্লিক করুন
- ফলাফল দেখতে চাইলে “Click to See your obtained marks” লিংকে ক্লিক করুন
- এবার দিন আপনার Roll Number ও Registration Number
- সব ঠিকঠাক থাকলে আবার Submit বাটনে ক্লিক করুন
- এবার আপনি দেখতে পাবেন মার্কশিটসহ বিস্তারিত ফলাফল
এসএমএসে ফলাফল জানার নিয়ম (যেকোনো মোবাইল থেকে):
- মোবাইলের মেসেজ অপশন খুলুন
- লিখুন: SSC <স্পেস> COM <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
- পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ:
SSC COM 123456 2025 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
Barisal Board Result
বরিশাল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম (ওয়েবসাইট ও এসএমএস পদ্ধতিতে)
অনলাইনে বরিশাল বোর্ডের ফলাফল জানার ধাপ:
- প্রথমে ভিজিট করুন www.barisalboard.gov.bd
- নির্ধারিত জায়গায় আপনার Roll Number এবং Registration Number লিখুন
- এরপর ক্লিক করুন “Get Result” বাটনে
- স্ক্রিনেই দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল ও মার্কশিট
এই ওয়েবসাইটে তুমি পাবে নির্ভুল ও দ্রুত ফলাফল, তাই এটি বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।
মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইলের মেসেজ অপশন যাও
- টাইপ করো: SSC <স্পেস> BAR <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
- পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ:
SSC BAR 398456 2025 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে
Dinajpur Board Result
দিনাজপুর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার সহজ উপায় —
আজকে তোমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ দিন। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, আর আমি জানি—এই মুহূর্তে সবার মনেই একটু টেনশন, একটু কৌতূহল কাজ করছে। কেউ হয়তো খুব আত্মবিশ্বাসী, আবার কেউ একটু চিন্তিত। কিন্তু মনে রেখো, রেজাল্ট জীবনের শেষ কথা নয়—এটা শুধু শুরু।
তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, চল এবার দেখে নিই কীভাবে সহজে তোমরা রেজাল্ট জানতে পারবে।
অনলাইনে রেজাল্ট জানার নিয়ম:
- প্রথমে সার্চ করো www.dinajpureducationboard.gov.bd ওয়েবসাইটে
- ওখানে “SSC Result 2025” নামে একটা লিংক পাবে, সেখানে ক্লিক করো
- তারপর তোমার Roll Number এবং Registration Number ভালো করে টাইপ করো
- এরপর ক্লিক করো “Get Result” বাটনে
- ব্যস! তোমার ফলাফল চলে আসবে স্ক্রিনে, চাইলে মার্কশিট সহ দেখতে পারবে
টিপস: কেউ চাইলে রেজাল্ট দেখে সাথে সাথে প্রিন্ট বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
মোবাইল থেকে এসএমএসে রেজাল্ট জানার নিয়ম:
যদি ইন্টারনেট বা মোবাইল ডেটা নিয়ে সমস্যা থাকে, কোনো চিন্তা নেই। এসএমএস দিয়ে রেজাল্ট বের করা খুবই সহজ।
- মোবাইলের মেসেজ অপশন খুলে লেখো: SSC DIN তোমার_রোল 2025
- তারপর পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ:
SSC DIN 123456 2025 → 16222 নম্বরে পাঠিয়ে দাও
Jessore Board Result
যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ যেভাবে দেখবে (অনলাইন ও এসএমএস পদ্ধতি)
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে যশোর বোর্ডের শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে বা মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানতে পারবে। নিচে দুইটি পদ্ধতির সহজ বর্ণনা দেওয়া হলো—
অনলাইনে যশোর বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম:
- www.jessoreboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করো
- মেনু থেকে “SSC Result 2025” অপশনে ক্লিক করো
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখো
- “Find” বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবে
রেজাল্ট দেখে চাইলে প্রিন্ট বা পিডিএফ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারো।
এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো: SSC JES রোল নম্বর 2025
- পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ: SSC JES 999999 2025 → 16222 নম্বরে পাঠাও
Rajshahi Board Result
রাজশাহী বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম (অনলাইন ও এসএমএস পদ্ধতি)
অনলাইনে:
- প্রবেশ করো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে
- “SSC/Dakhil/Equivalent” পরীক্ষার নাম সিলেক্ট করো
- পরীক্ষার সাল হিসেবে “2025” নির্বাচন করো
- বোর্ডের নাম হিসেবে “Rajshahi” নির্বাচন করো
- রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর টাইপ করো
- এরপর “Submit” বাটনে ক্লিক করো
রেজাল্ট প্রদর্শনের পর “Marksheet” বাটনে ক্লিক করে পূর্ণ মার্কশিট ডাউনলোড করতে পারো
মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো: SSC RAJ রোল নম্বর 2025
- পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ: SSC RAJ 333333 2025 → 16222 নম্বরে পাঠাও
Mymensingh Board Result
অনলাইনে রেজাল্ট ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম:
- প্রথমে www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করো
- “SSC Result 2025” লিঙ্কে ক্লিক করো
- তোমার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে “Find” বাটনে ক্লিক করো
- তোমার ফলাফল দেখা যাবে
মোবাইলে এসএমএস দিয়ে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখো: SSC MYM রোল নম্বর 2025
- তারপর পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ:
SSC MYM 123456 2025 → 16222 নম্বরে পাঠাও
Sylhet Board Result
সিলেট বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার সহজ উপায়:
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে/হবে। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা অনলাইনে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে সহজেই রেজাল্ট জানতে পারবেন। নিচে দুইটি পদ্ধতি দেওয়া হলো—
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম:
- sylhetboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করো
- “SSC/Dakhil/Equivalent” পরীক্ষা নাম নির্বাচন করো
- পরীক্ষার সাল হিসেবে “২০২৫” বেছে নাও
- বোর্ড হিসেবে “Sylhet” নির্বাচন করো
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে প্রবেশ করাও
- “Get result” বাটনে ক্লিক করো
- ফলাফল দেখতে পারবে
মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো: SSC SYL রোল নম্বর 2025
- তারপর পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ:
SSC SYL 123456 2025 → 16222 নম্বরে পাঠাও
Technical Board Board Result
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম:
- www.bteb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করো
- “Latest Result” এর মধ্যে থেকে SSC level নির্বাচন করো
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট দেখতে পারবে
মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করো: SSC TEC রোল নম্বর 2025
- তারপর পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ: SSC TEC 123456 2025 → 16222 নম্বরে পাঠাও
Madrasah Board Result
- eduboardresult.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করো
- “Dakhil” পরীক্ষার নাম সিলেক্ট করো
- পরীক্ষার সাল হিসেবে “২০২৫” নির্বাচন করো
- বোর্ড হিসেবে “Madrasa” বেছে নাও
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করাও
- “Submit” বাটনে ক্লিক করো
মোবাইলে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানার নিয়ম:
- মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করো: SSC MAD রোল নম্বর 2025
- তারপর পাঠিয়ে দাও 16222 নম্বরে
উদাহরণ:
SSC MAD 123456 2025 → 16222 নম্বরে পাঠাও
SSC Institution Result
শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে ছাত্র-ছাত্রীদের রেজাল্ট ডাউনলোড করবেন:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে সহজেই ডাউনলোড করতে পারবে। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ কোন কাগজের রেজাল্ট (হার্ড কপি) আর দেবে না, তাই পেপারলেস রেজাল্টই এখন মূল মাধ্যম।
নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রেজাল্ট পেতে প্রতিষ্ঠানগুলোকে তাদের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে লগইন করে ফলাফল ডাউনলোড করতে হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো-
- educationboard.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
- “Institution Result” অপশন সিলেক্ট করুন
- পরীক্ষার বছর নির্বাচন করো
- আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সিলেক্ট করুন
- আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রবেশ করুন
- “Submit” বাটনে ক্লিক করুন
এর মাধ্যমে শিক্ষার্থী থেকে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে।
এভাবে সহজ ও দ্রুত পেপারলেস ফলাফল ডাউনলোড করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সময় ও কাগজের বর্জ্য বাঁচাতে পারবে। ফলাফল পাওয়ার জন্য নির্ভুল তথ্য দেওয়া খুব জরুরি।
SSC/HSC GPA Calculation
Letter Grade | Grade Point | Marks |
A+ | 5.00 | 80-100 |
A | 4.00 | 70-79 |
A- | 3.50 | 60-69 |
B | 3.00 | 50-59 |
C | 2.00 | 40-49 |
D | 1.00 | 33-39 |
F | 0.00 | 0-32 |
জিপিএ (GPA) হিসাব করার পদ্ধতি হলো— প্রতিটি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টকে সেই বিষয়ের ক্রেডিট দ্বারা গুণ করা হয়, তারপর সব গুণফল যোগ করা হয় এবং সর্বশেষ মোট ক্রেডিট দ্বারা ভাগ করা হয়। এর ফলে মোট জিপিএ পাওয়া যায়।
রিস্ক্রুটিনি আবেদন সম্পর্কে তথ্য | Re-scrutiny Application
এসএসসি রিস্ক্রুটিনি আবেদন যেভাবে করতে হবে:
যদি কারও মনে হয় তার এসএসসি ফলাফল প্রত্যাশিত হয়নি, তাহলে রিস্ক্রুটিনির মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়।
• আবেদন শুরু: [রেজাল্ট হওয়ার পর জানিয়ে দেওয়া হবে]
• শেষ তারিখ: [রেজাল্ট হওয়ার পর জানিয়ে দেওয়া হবে]
আবেদন পদ্ধতি: শুধু টেলিটক মোবাইল থেকে
প্রতি বিষয়ের জন্য আবেদন ফি: ৩০০ টাকা
আবেদন করার নিয়ম:
টেলিটক মোবাইলে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। প্রত্যেক শিক্ষা বোর্ড আলাদাভাবে তাদের ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা ও আবেদন ফরম্যাট প্রকাশ করে।
আবেদন সাবধানে সম্পন্ন করো এবং কনফার্মেশন মেসেজ সংরক্ষণ করে রাখো।
ফলাফল যেমনই হোক না কেন, সেটাই তোমার পুরো জীবনের মানদণ্ড না। জীবন অনেক বড় আরও সুযোগ আসে বারবার। যারা ভালো করেছো—তোমাদের জন্য শুভকামনা। আর যাদের কিছুটা খারাপ হয়েছে—তোমরা আবার চেষ্টা করো, সাহস হারাবে না।
সবার জন্য রইল ভালোবাসা আর শুভকামনা।
– সাজিদ স্যার