HSC Physics 2nd Paper Chapter 1 Board Questions | তাপগতিবিদ্যা HSC সৃজনশীল সকল বোর্ড প্রশ্ন

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায় “তাপগতিবিদ্যা” বা HSC physics 2nd paper chapter 1 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি সৃজনশীল (CQ) প্রশ্ন আসে, যার মধ্যে কিছু টপিক প্রায় নিয়মিত আসছে পূর্ববর্তী প্রশ্নপত্র বিশ্লেষণ করলে।

অধ্যায়টির গুরুত্ব বিবেচনায়, এই নিবন্ধে আমি HSC ২০২৫ এবং পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সুবিধার্থে এই অধ্যায়ের সকল বোর্ড প্রশ্ন (“ক”, “খ”, “গ”, “ঘ” সেটসহ) একত্রে উপস্থাপন করেছি। এর পাশাপাশি বিভিন্ন সুনামধন্য কলেজের সৃজনশীল প্রশ্ন, গাণিতিক সমস্যার উত্তর এর hints এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাও সংযুক্ত করেছি, যাতে শিক্ষার্থীরা অধ্যায়টি সহজে আয়ত্ত করতে পারে এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে। নিবন্ধের শেষ এ জ্ঞানমূলক প্রশ্ন ও আনুধাবনমূলক প্রশ্নও সংযুক্ত করা হয়েছে।

HSC Physics 2nd Paper Chapter 1 CQ All Board Questions

নিচের ছবিতে তাপগতিবিদ্যা অধ্যায়ের যে সকল বোর্ডের প্রশ্ন দেওয়া রয়েছে তা দেওয়া হলো:

  • তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড 2022 | HSC Physics 2nd paper 1st chapter Dhaka board question
  • এইচএসসি তাপগতিবিদ্যা ময়মনসিংহ বোর্ড ২০২২ | HSC physics 2nd paper 1st chapter Mymensingh board 2022
  • তাপগতিবিদ্যা চট্টগ্রাম বোর্ড ২০২২ । HSC physics 2nd paper 1st chapter Chittagong board 2022
  • HSC physics 2nd paper 1st chapter Sylhet Board 2022 question
HSC Physics 2nd Paper Chapter 1 CQ

অধ্যায়টি গুরুত্বপূর্ণ হওয়ায়, সকল বোর্ডই এখান থেকে প্রশ্ন করে থাকে। নিচের ছবিতে যে সকল বোর্ডের প্রশ্ন রয়েছে তা হলো:

  • HSC physics 2nd paper chapter 1 Sylhet board 2022 | তাপগতিবিদ্যা সিলেট ২০২২ প্রশ্ন
  • তাপগতিবিদ্যা বরিশাল বোর্ড ২০২২ | HSC Physics 2 chapter 1 Barisal board 2022
  • যশোর বোর্ড ২০২২ তাপগতিবিদ্যা | HSC Physics 2nd Chapter 1 Jessore board 2022
  • HSC physics 2nd paper Comilla board 2022 | তাপগতিবিদ্যা কুমিল্লা বোর্ড ২০২২ প্রশ্ন
  • hsc physics 2nd paper chapter 1 dinajpur board 2022
HSC Physics 2nd Paper Chapter 1 Notes

নিচের ছবি তে তাপগতিবিদ্যা রাজশাহী বোর্ড ২০২২, ঢাকা বোর্ড ২০২১, রাজশাহী বোর্ড ২০২১, এবং কুমিল্লা বোর্ড ২০২১ এর প্রশ্নগুলো রয়েছে:

hsc physics 2nd paper chapter 1 rajshahi board 2022

The photo given below contains:

  • তাপগতিবিদ্যা কুমিল্লা বোর্ড ২০২১ | HSC Physics 2nd Paper chapter 1 Comilla board 2021
  • তাপগতিবিদ্যা দিনাজপুর বোর্ড ২০২১ | HSC Physics 2nd Paper chapter 1 Dinajpur board 2021
  • তাপগতিবিদ্যা চট্টগ্রাম বোর্ড ২০২১ | HSC Physics 2nd Paper chapter 1 Chittagong board 2021
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন

The photo given below contains the following board questions:

  • HSC Physics 2 chapter 1 Barisal board 2021 | তাপগতিবিদ্যা বরিশাল বোর্ড ২০২১
  • তাপগতিবিদ্যা দিনাজপুর বোর্ড ২০২১
  • HSC Physics 2 chapter 1 Sylhet board 2021 | তাপগতিবিদ্যা সিলেট বোর্ড ২০২১
  • তাপগতিবিদ্যা ময়মনসিংহ বোর্ড ২০২১ | HSC Physics 2nd Paper chapter 1 Mymensingh board 2021
HSC Physics 2 chapter 1 Barisal board 2021 | তাপগতিবিদ্যা বরিশাল বোর্ড ২০২১

ময়মনসিংহ বোর্ড ২০২১ ছাড়াও এ অধ্যায়ের তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড ২০১৯, রাজশাহী বোর্ড ২০১৯, কুমিল্লা বোর্ড ২০১৯, যশোর বোর্ড ২০১৯, চট্টগ্রাম বোর্ড ২০১৯, বরিশাল বোর্ড ২০১৯, এবং সিলেট বোর্ড ২০১৯ এর প্রশ্ন নিচে দেওয়া আছে:

নিচের ছবিতে যে সকল বোর্ডের প্রশ্ন রয়েছে তা হলো:

  • HSC Physics 2nd paper chapter 1 Dinajpur board 2019 (তাপগতিবিদ্যা দিনাজপুর বোর্ড ২০১৯)
  • তাপগতিবিদ্যা ঢাকা, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮
  • তাপগতিবিদ্যা রাজশাহী, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ড ২০১৮
  • তাপগতিবিদ্যা ঢাকা বোর্ড ২০১৭
  • তাপগতিবিদ্যা রাজশাহী বোর্ড ২০১৭
  • তাপগতিবিদ্যা কুমিল্লা বোর্ড ২০১৭
  • তাপগতিবিদ্যা যশোর বোর্ড ২০১৭ এর প্রশ্ন

তাপগতিবিদ্যা অধ্যায়ের চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৭ এর প্রশ্ন নিচে দেওয়া হলো:

HSC Physics Second Paper Chapter 1 Questions from Reputed Colleges | তাপগতিবিদ্যা অধ্যায়ের বিভিন্ন কলেজের প্রশ্ন

তাপগতিবিদ্যা আধ্যায় থেকে বিভিন্ন সুনামধন্য কলেজ সমূহের প্রশ্ন নিচে দেওয়া হলো:

তাপগতিবিদ্যা cq
তাপগতিবিদ্যা one shot cq
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন

HSC Physics 2nd Paper Chapter 1 Notes | জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। আপেক্ষিক তাপ কাকে বলে? [য. বো. ১৯]

উত্তর: 1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে ।

২। অন্তঃস্থ শক্তি কী? [রা. বো., য. বো., কু. বো., চ. বো., ব. বো, ১৮; চ. বো. ১৬]

উত্তর: বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও ঘূর্ণনগতি এবং তাদের মধ্যকার বলের কারণে উদ্ভূত শক্তিই অন্তঃস্থ শক্তি।

৩। তাপগতিবিদ্যার ১ম সূত্রটি বিবৃত কর। [ঢা. বো. ১৯]

উত্তর: তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হলো— যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে বা তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা হয় তখন যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়।

৪ । এনট্রপি কাকে বলে? [ঢা. বো. ১৫; য. বো. ১৬; চ. বো. ১৫; ব. বো. ১৯’ দি. বো ১৯]

উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলে।

৫। প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে? [কু. বো. ১৬; সি. বো. ১৬; ব. বো. ১৬; দি. বো. ১৭]

উত্তর: যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।

৬। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম কী? [সি. বো. ১৭]

উত্তর: তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তুকে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলে, যেখানে তাপগতীয় চলরাশি পরিমাপ করা যায় ।

৭। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী? [য. বো. ১৫]

উত্তর: যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া ।

৮। তাপগতিবিদ্যার ২য় সূত্রটি বিবৃত কর। [ঢা. বো. ১৭]

উত্তর: বাইরের কোনো শক্তি কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারবে না৷

৯। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? [কু. বো. ১৭]

উত্তর: যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে ।

১০ । তাপীয় সমতা কাকে বলে? [ব. বো. ১৫]

উত্তর: ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আসার পর যখন সম তাপমাত্রায় উপনীত হয় তখন এ অবস্থাকে তাপীয় সমতা বা সাম্যাবস্থা বলে ।

১১। পানির ত্রৈধ বিন্দু কাকে বলে ? [ঢা. বো. ১৯]

উত্তর: 4.58 mm পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় সাম্যে থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে ।

১২। সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে? [কু. বো. ১৯]

উত্তর: যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ পরিবর্তন বলে। স্থির তাপমাত্রায় যদি কোনো গ্যাসকে প্রসারিত অথবা সঙ্কুচিত করা হয় তবে সেই পরিবর্তনকে সমোষ্ণ প্রসারণ বা সমোষ্ণ সংকোচন বরে এবং যে প্রক্রিয়ায় এ পরিবর্তন ঘটে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে ।

১৩। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বিবৃত কর ৷ [য. বো. ১৯]

উত্তর: দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু (তাপমান যন্ত্র) এর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যে থাকে তবে প্রথমত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে।

১৪ । থার্মোমিটার কাকে বলে? [রাজশাহী কলেজ, রাজশাহী]

উত্তর: যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে ।

১৫। রেফ্রিজারেটর কাকে বলে?

উত্তর: যে যন্ত্র যান্ত্রিক কাজ সম্পন্ন করে নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ অপসারণ করে উচ্চ তাপমাত্রার আধারে বর্জন করে তাকে রেফ্রিজারেটর বলে।

১৬। কার্যকৃত সহগ কাকে বলে?

উত্তর: রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ ও কম্প্রেসর কর্তৃক সরবরাহকৃত যান্ত্রিক কাজের অনুপাতকে কার্যকৃত সহগ বলে ।

১৭। ইঞ্জিনের দক্ষতা কাকে বলে?

উত্তর: ইঞ্জিন একটি চক্রে যে পরিমাণ তাপকে কাজে পরিণত করে এবং তাপ উৎস হতে যে পরিমাণ তাপ শোষণ করে এদের অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা বলে ।

১৮ । এনট্রপি কাকে বলে?

উত্তর: রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে ।

১৯। তাপমাত্রা কী?

উত্তর: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে ঐ তাপ গ্রহণ করবে, বা তাপ বর্জন করবে তা নির্ধারণ করে ।

২০। হিমায়ক কাকে বলে?

উত্তর: নিম্ন স্ফুটনাঙ্কের কোনো তরল পরিপার্শ্ব হতে লীনতাপ বা সুপ্ততাপ গ্রহণ করে পরিপার্শ্বকে শীতল করে তাকে হিমায়ক বলে।

২১। নিম্ন স্থির বিন্দু কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে অর্থাৎ প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরবিন্দু বা বরফ বিন্দু বা গলনাঙ্ক বলে ।

২২। ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে বা প্রমাণ চাপে যো তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বা স্ফুটনাঙ্ক বলে।

২৩। অভ্যন্তরীণ শক্তি কী?

উত্তর: প্রত্যেক সংস্থার মধ্যে এমন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় বর্তমান থাকে যার ফলে সংস্থাটি পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকার শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। সংস্থার এই শক্তিকে অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত শক্তি বলে ।

২৪ । তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে?

উত্তর: একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক (সমতা) বলে ।

২৫। ধ্রুব আয়তন প্রক্রিয়া কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ধ্রুব রেখে তাপশক্তির বা গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটানো হয় তাকে ধ্রুব আয়তন প্রক্রিয়া বলে ।

২৬। মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপধারণ ক্ষমতা কাকে বলে?

উত্তর: এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন (1 K) বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ঐ গ্যাসের মোলার তাপধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে ।

২৭। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে?

উত্তর: স্থির চাপে 1 mole গ্যাসের তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে ।

২৮। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে?

উত্তর: স্থির আয়তনে 1 mole গ্যাসের তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে ।

২৯ । কার্নো চক্র কাকে বলে?

উত্তর: যে চক্রে কোনো একটি আদর্শ গ্যাস কার্যকরী পদার্থ হিসেবে একটি নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমোষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপ প্রসারণ ফিরে আসে, তাকে কার্নো চক্র বলে ।

৩০। তাপীয় ইঞ্জিন কাকে বলে?

উত্তর: যে যন্ত্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে তাপীয় ইঞ্জিন বলে ।

৩১ । হিমায়ন কাকে বলে?

উত্তর: কত্রিম উপায়ে কোনো আবদ্ধ স্থানকে পারিপার্শ্বিক অবস্থা হতে নিম্ন তাপমাত্রায় রাখায় পদ্ধতিকে হিমায়ন বলে ।

৩২ । উষ্ণতামিতি পদার্থ কী?

উত্তর: যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদের উষ্ণতামিতি পদার্থ বলে । যেমন- পারদ

৩৩। উষ্ণতামিতি ধর্ম কী?

উত্তর: উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ করে সহজ, সঠিক ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। যেমন- পারদস্তম্ভের উচ্চতা।

৩৪ । রূদ্ধতাপীয় প্রক্রিয়া কী?

উত্তর: যে প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত বা সংকুচিত করতে বাইরে থেকে কোন তাপ সরবরাহ করা হয় না বা গ্যাস থেকে কোন তা অপসারণ করা হয় না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে ।

৩৫। কার্যকৃত সহগ কাকে বলে?
উত্তর: রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ ও সরবরাহকৃত যান্ত্রিক কাজের অনুপাতকে কার্যকৃত সহগ বলে ।

৩৬। বদ্ধ সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে

৩৭। কার্নো চক্র কী?

উত্তর: যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে তাই কার্নো চক্র।

তাপগতিবিদ্যা অনুধাবনমূলক প্রশ্ন | Thermodynamics Comprehension Questions

১। Cp অপেক্ষা Cv, ছোট কেন? ব্যাখ্যা কর। [ব. বো. ১৯]

উত্তর: স্থির আয়তনে কোনো গ্যাসে তাপ প্রয়োগ করা হলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়। আবার, চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসকে সমপরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ তাপ এক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃস্থ কাজ সম্পন্ন করবে। এ কাজ সম্পাদন করতে কিছু তাপ ব্যয় হবে ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি পাবে না। অর্থাৎ 1 mole গ্যাসকে 1 K তাপমাত্রা বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে তাপ লাগবে, স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ লাগবে ।
X
:: Cp = Cv + x, এখানে x হলো আয়তন বৃদ্ধির জন্য গ্যাসকে যে পরিমাণ কাজ করতে হয় তার সমতুল্য তাপ ।
Cp>Cv
অর্থাৎ Cp অপেক্ষা Cv, ছোট ।

২। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি ব্যাখ্যা কর । [দি বো. ১৭]

উত্তর: তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হলো— দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু (তাপমান যন্ত্র) এর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যে থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য থাকবে।
ব্যাখ্যা: A ও B ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু একটি কুপরিবাহী দেওয়াল দিয়ে পৃথক করা অবস্থায় তৃতীয় একটি বস্তু এর সংস্পর্শে রাখা হলো কিছুক্ষণ পর A ও B উভয় বস্তুই তৃতীয় বস্তু C এর সাথে তাপীয় সাম্যে পৌছায়।

৩। রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটি সমএনট্রপি প্রক্রিয়া- ব্যাখ্যা কর । [য. বো. ১৯]

উত্তর: আমরা জানি, এনট্রপির পরিবর্তন, ds = dQ/T
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, dQ = 0

.:dS = 0/T = 0, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য।

এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। তাপ গ্রহণে এই বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, তাপ বর্জনে বিশৃঙ্খলা হ্রাস পায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু সিস্টেমে তাপের আদান-প্রদান হয় না তাই সিস্টেমের বিশৃঙ্খলারও কোনো পরিবর্তন হয় না তথা এনট্রপির পরিবর্তন হয় না। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটি সমএনট্রপির প্রক্রিয়া।

৪। কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকের রাশি এনট্রপি – ব্যাখ্যা কর। [রা. বো. ১৬]

উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। আবার কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচ পরিমাপকেও এনট্রপি বলে। যেমন, প্রকৃতিতে বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন দরকার তার তুলনায় কম বা বেশি থাকলো। আমাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হবে। এক্ষেত্রে যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে সেটিই এনট্রপির মাধ্যমে হিসাব করা হয় ।

৫। একই পরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলেও তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর। [য. বো. ১৬]

উত্তর: আমরা জানি, তাপমাত্রা বৃদ্ধি= গৃহীত তাপ/(ভর × আপেক্ষিক তাপ)

অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ নির্ভর করে ঐ বস্তুর আপেক্ষিক তাপের উপর। সমপরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলে যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তাপ তাপমাত্ৰা কম বৃদ্ধি পাবে আবার যার আপেক্ষিক তাপ কম তার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। এজন্য একই পরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলে তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয় ।

৬। ক্লিনিক্যাল থার্মোমিটারের 0 °F থেকে দাগ কাটা থাকে না কেন? ব্যাখ্যা কর। [কু. বো. ১৭]

উত্তর: ক্লিনিক্যাল থার্মোমিটার মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। মানবদেহের তাপমাত্রা 95 °F হতে 110 °F এর মধ্যে থাকে বলে এতে 95 °F হতে 110 °F পর্যন্ত দাগ কাটা থাকে। আবার, সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত 98.4 °F হয়। এ সব কারণে ক্লিনিক্যাল থার্মোমিটারে 0 °F থেকে দাগ কাটা থাকে না ।

৭। তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্যপদ্ধতির মূল পার্থক্য ব্যাখ্যা কর। [কু. বো. ১৬]

উত্তর: তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্যপদ্ধতির মূল পার্থক্য হলো তাপ ইঞ্জিনে উচ্চ তাপমাত্রার উৎস হতে নিম্ন তাপমাত্রার সিংকের দিকে তাপ প্রবাহিত হয় অন্যদিকে রেফ্রিজারেটরে নিম্ন তাপমাত্রার সিংক থেকে তাপ উচ্চ তাপমাত্রার উৎসের দিকে প্রবাহিত হয়। এতে তাপ ইঞ্জিনে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়। অপরদিকে রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়।

৮। রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?[সি. বো. ১৫]

উত্তর: রুদ্ধতাপীয় সংকোচনে গ্যাস সংকুচিত হয়। এ সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয় বলে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, ফলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। এ সংকোচনে অন্তঃস্থ শক্তি,


৯। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা কর। [চ. বো. ১৯]

উত্তর: রুদ্ধতাপীয় কোন সিস্টেমকে দ্রুত প্রসারিত করলে সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে নিজেই কিছু কাজ করে। ফলে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায় অর্থাৎ সিস্টেম শীতল হয়।

১০। P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সমএনট্রপি রেখা বলা হয় কেন? [রা. বো. ১৯]

উত্তর: আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। তাই P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখার সর্বত্র এনট্রপি সমান থাকে। একারণে P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সমএনট্রপি রেখা বলা হয় ।

১১। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় কেন? [ঢা. বো. ১৬]

উত্তর: যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় কোনো গ্যাসকে হঠাৎ সংকুচিত করলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। যদি এ তাপ অপসারণ করা না হয় তবে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার কোনো গ্যাসকে হঠাৎ প্রসারিত হতে দিলে গ্যাসটি কিছু পরিমাণ তাপ হারায়। সেক্ষেত্রে বাইরে থেকে তাপ সরবরাহ হতে না দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ এক্ষেত্রে গ্যাস তাপ গ্রহণ বা বর্জন না করলে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান ঘটে না বলে গ্যাসের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় ।

১২। রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন?[রা. বো. ১৭]

উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম হতে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে সিস্টেমের ভেতরে তাপ আসতে পারে না। অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের সাথে তাপের আদান-প্রদান হয় না। আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পন্ন করা হয়। এজন্য রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় ।

১৩। গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা কর। [য. বো. ১৫]

উত্তর: তাপমাত্রার পরিবর্তনের জন্য কঠিন ও তরল পদার্থের চাপ ও আয়তবেনর পরিবর্তন ঘটে। কিন্তু এ পরিবর্তন নগণ্য হওয়ায় তা উপেক্ষা করা হয়। গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের জন্য চাপ ও আয়তনের পরিবর্তন অনেক বেশি হওয়ায় এদের মধ্যে কখনও আয়তনকে আবার কখনও চাপকে স্থির রাখা হয়। এ জন্যই গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে ।

১৪। ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ কর। [স.বো. ১৮]

উত্তর: ইঞ্জিনের কর্মদক্ষতা, η= ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি/ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি
η = (T1 – T2)/T1
η = 1- (T1/T2)

রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্ক, Q =Q2/ (Q1-Q2)=T2/(T1 – T2)
উপরোক্ত দুটি সমীকরণ থেকে এটি স্পষ্ট যে ইঞ্জিনের কর্মদক্ষতা 1 এর চেয়ে ছোট যেখানে রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্ক 1 এর চেয়ে বড়।

Real Also:

HSC Physics Thermodynamics MCQ | HSC তাপগতিবিদ্যা MCQ

তাপগতিবিদ্যা বহুনির্বাচনী প্রশ্নগুলো আমি এখানে বিভিন্ন টপিক ভিত্তিক দিয়েছি যাতে শিক্ষার্থী সুবিধা হয় পছন্দমতো টপিক বাছাই করে পড়া করতে।

তাপগতিবিদ্যা অনুশীলনী MCQ বিভিন্ন বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্ন নিচে দেওয়া হলো (Topicwise MCW):

তাপগতিবিদ্যা অনুশীলনী mcq
তাপগতিবিদ্যা অনুশীলনী mcq
তাপগতিবিদ্যা mcq
তাপগতিবিদ্যা mcq
তাপগতিবিদ্যা one shot mcq
তাপগতিবিদ্যা one shot mcq
hsc physics 2nd paper chapter 1 mcq
hsc physics 2nd paper chapter 1 mcq
hsc physics 2nd paper chapter 1 mcq
hsc physics 2nd paper chapter 1 mcq
hsc physics 2nd paper chapter 1 mcq
hsc physics 2nd paper chapter 1 mcq

Leave a Comment